হৃদয় ভাঙা চিঠি
প্রিয়তমা, জানিনা কেমন আছো।।তবে নিশ্চয়ই ভালো আছো তোমার প্রিয় মানুষের সাথে।।কিন্তু আমি ভালো নেই।।রাত হলে চোখের পাতা ভিজে যায়।। স্মৃতি গুলো হৃদয়টাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করে দেয়।। তুমি আমার থেকে দূরে আছো।। জানি আমার জীবনে কখনো ফিরে আসবানা তবুও তোমার জন্য মন কাঁদে।। কতদিন তোমাকে দেখিনা।। তোমার কন্ঠ শুনিনা।। জানো আমার তোমাকে একবার দেখতে খুব ইচ্ছা করে!! কিন্তু একটা কথা মনে পড়ে যায় তখন আর তোমাকে দেখতে মন চায়না।। আমি তোমার বন্ধু হয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি,, তুমি আমাকে বলেছিলে আমি তোমার ক্লাসমেট হওয়ার ও যোগ্য নয়!! যখন আমার তোমাকে দেখতে মন চায় তখন আমার শুধু এই কথাটা মনে পড়ে।। তোমার কাছে একটা আবদার ছিলো যে, আমার সাথে একটু কথা বলবা মাঝে মাঝে।। কিন্তু আমার এইটুকু চাওয়া পূরণ করলেনা।। কি ক্ষতি হতো একটু কথা বললে?? খুব ইচ্ছা ছিলো তোমার পাশে বসে একটা পূর্ণিমার রাত গল্প করব।। খুব ইচ্ছা ছিলো তোমার সাথে একটু হাঁটব।। কিন্তু তোমাকে স্পর্শ করতে কখনো চাইনি।। কিন্তু তুমি অবহেলা,অপমান আর ঘৃণায় আমাকে ঢেকে দিয়েছ বারবার।। ভেবেছিলাম তোমার বিয়ের দিন আমাকে অন্তত একবার বলে যাবা।। কিন্তু না বললেনা!! তুমি চলে গেলে আমাকে একবার বলেও গেলেনা।। তোমার বিয়ের অনেকদিন পার হয়ে গেছে তবু একবার কথা বললেনা।। যাই হোক ভালো থেকো।। যার কষ্ট সে ছাড়া অন্য কেউ বোঝেনা।। তুমি কখনো বুঝবেনা আমার কষ্ট।। সবশেষে বলব তোমার সুখেই আমার সুখ।। কথাটা তোমাকে আগে ও বলতাম আর এখন ও বলছি।। ইতি যাকে সবসময় ছাগল বলে ডাকতে।
এস পি চক্রবর্তী