বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক যে দাবি গুলু তুলে দরছেন তাহাতে ভূমি পুত্র হিন্দুদের সমস্যা সমাধান নয় ! কারণ বর্তমান সরকার কোন অবস্থা এই দাবিগুলি পূরনে আগ্রহ নেই । তাই ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির প্রেসিডেন্ট শ্রী শিপন কুমার বসু মনেকরেন যে, ভূমি পুত্র হিন্দুদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমর্থন অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ।
তৃতীয় ভাগ “মৌলিক অধিকার”-এর শুরুতেই ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না। আর যদি করা হয়, তবে তা স্বতঃসিদ্ধভাবে বাতিল হয়ে যাবে। এই অনুচ্ছেদ অনুসারে, মৌলিক অধিকারের পরিপন্থী পূর্বেকার সকল আইন সাংবিধানিকভাবে অবৈধ। মৌলিক অধিকার শারীরিক ও মানসিক সীমানা সংকোচনকারী কৃত্রিম বাধা অতিক্রম করে মুক্তি ও ন্যায়বিচারের পরিবেশ নিশ্চিত করে নাগরিকদের জীবন মর্যাদাপূর্ণ করে।
স্বাধীন বিচারব্যবস্থা ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ নাগরিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সর্বোত্তম রক্ষাকবচ। সংবিধানের চতুর্থ পরিচ্ছেদের ১০২ অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে মৌলিক অধিকার বলবৎ করার এখতিয়ার দিয়েছে। সংবিধান অনুসারে প্রত্যেকের মৌলিক অধিকার ১৮টি।