ইবাদুল রানা প্রতিনিধিঃ কাশিয়ানী
সাভার চাপান তালতলা মুক্তি জোদ্ধা প্রজেক্ট( তার নিজ বাসা)থেকে গতকাল ভোর ৫ টার সময় মোস্তোফা (৪২) নামের এই লোকটি অটোরিস্কা চালক ( ঢাকার ভাষায় মিসু গাড়ি) গাড়ি নিয়ে বের হয়েছে প্রতিদিনের মতো গতকাল আর বাসায় ফিরে আসেনি তার ভাই সজল তালুকদার জানায় আমার ভাই প্রতিদিন দুপুরে বাসায় ফিরে আসে গতকাল বৃহাস্পতি বার দুপুর পেড়িয়ে বিকাল হয়ে যায় ভাই ফিরে না আসায় আমি সাভার থানায় একটা জিডি করি আজ সুক্রবার ভায়ের কোন খোজ এখনও মেলেনি আমার ভায়ের পড়োনে ছিলো আকাশি কালারের সার্ট আর জিন্চএর পেন্ট যদি কোন সদয় বেক্তি এই মোস্তোফা কে দেখেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন ০১৯৯৫৯১০১১৮ (সজল)