সোমবার ৭ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল মৃত্যুবরণ করেন। মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলকে বহনকারী পাজেরো গাড়ীটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল।