স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিএনপি অহেতুক সমালোচনা করছে কাদের

বিএনপি অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘ডা. মঈনের মৃত্যু নিয়ে মির্জা ফখরুল অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। করোনা এমন একটি ভাইরাস যার থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। দেশে দেশে বহু চিকিৎসক প্রাণ দিয়েছেন। কাজেই এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করা মোটেও সমীচীন নয়।’

ডা. মঈনের মৃত্যুতে শোক জানিয়ে ওবায়দুল কাদের, ‘করোনায় ডা. মঈনের মৃত্যুতে আমরা মর্মাহত। তবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বিএনপি মহাসচিব তার মৃত্যুকে কেন্দ্র করে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। ধনী-গরিব, চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবী কেউই রেহাই পাচ্ছেন না করোনা থেকে। দেশে দেশে বহু চিকিৎসক প্রাণ দিয়েছেন। কাজেই এ নিয়ে অহেতুক সমালোচনা করা ঠিক নয়।’

তিনি বলেন,  ‘আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনও অবস্থাতেই কাম্য নয়। এসময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর রূপ।  আমরা জেনে শুনে যেন এরকম মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই। মনে রাখতে হবে এ লড়াই আমাদের সবার বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।’

আওয়ামী লীগ নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশে তিনি বলেন,  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব করোনা মোকাবিলায় আমাদের ঘরে ঘরে সচেতনতার দূর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি ইনশাআল্লাহ আমাদের জয় হবেই।’

কাদের বলেন,  আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ইউনিয়ন পর্যন্ত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। ত্রাণ বিতরণে কোনোরকম অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সরকারের কঠোর অবস্থানের কথা ইতোমধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। দলীয় পরিচয় কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেওয়া হবে না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *