সারাদেশে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করা হচ্ছে। এদিন সকাল ৮টায় সারাদেশে একযোগে গাওয়া হয় জাতীয় সংগীত। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় ৭৫ এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় সেখানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।