স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতির পিতার সমাধী সৌধ বিডি ক্লিন গোপালগঞ্জ ও বিডি ক্লিন টুংগীপাড়া উপজেলা টিম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। অকুতোভয় বঙ্গবন্ধু ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়েও খুনিদের কাছে জানতে চেয়েছিলেন ‘তোরা কী চাস? আমাকে কোথায় নিয়ে যাবি?’ বঙ্গবন্ধুকে দেখেও হাত কাঁপেনি খুনিদের। গুলি চালিয়েছে খুনে চাহনীতে। সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল।
খুনিদের বুলেটে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার সমাধী সৌধ,টুংগীপাড়ায় বিডি ক্লিন এর পক্ষ থেকে বিডি ক্লিন গোপালগঞ্জ ও বিডি ক্লিন টুংগীপাড়া উপজেলা টিম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এসময়ে বিডি ক্লিন গোপালগঞ্জে এর জেলা সমন্বয়ক সুজন দাস,বিডি ক্লিন টুংগীপাড়া উপজেলা সমন্বয়ক ফুয়াদ মাহাবুব,বিডি ক্লিন গোপালগঞ্জ সদর উপজেলা লজিষ্টিক সমন্বয়ক তমাল বোস, বিডি ক্লিন টুংগীপাড়া আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক শেখ তামিম সহ বিডি ক্লিন টুংগীপাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল সদস্যদের স্বরনে দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।