সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আব্দুল লতিফ মন্ডলকেই চায় জনগন নবীন ও প্রবীণ রাজনৈতিক নেতা তৃণমূল নেতাকর্মীরা স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধরাও বলেন।প্রবীণ নেতা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী আব্দুল লতিফ মন্ডল।শক্ত হাতে বৈঠা ধরে ইউনিয়নের জনগণকে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তার সাথে সভাপতির তুলনা করার মতো ব্যক্তিত্ব স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে নাই।স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন বাসীর প্রত্যাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পুনরায় তাকেই দেয়া হোক।
জনাব আব্দুল লতিফ মন্ডল একটি বিশেষ সাক্ষাৎকারে বলেন।আমার চাওয়া পাওয়ার কিছু নাই।আমার বাবার পৈত্রিক ও নিজস্ব অর্থ সরকার তহবিলের ত্রাণ এর সাথে এড করে জনগণের নিকট বিলিয়ে দিয়েছি।আমি পদ-পদবী চাইনা।আমি মানুষের ভালোবাসা চাই।স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের প্রতিটি মানুষের হাসি মাখা মুখ দেখতে চাই।জনশক্তি সর্বময় শক্তির অধিকারী।একটা সঠিক নেতৃত্বই পারে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে।স্বনির্ভর ধামসোনা ইউনিয়নকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দিতে।যোগ্য নেতৃত্ব যাচাই করতে তৃণমূল নেতা-কর্মী জনগণ জনসাধারণ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা বিচক্ষণতায় আশা করি ভুল করবেন না।।