গোপালগঞ্জে এক স্কুল ছাত্রী কে বিয়ের প্রলোভনে ধর্ষণ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণের অভিয়োগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে ওই কিশোরী শিক্ষার্থী এখন ৫ মাসের অন্ত:স্বত্বা বলে জানিয়েছেন তার মা। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ফুলকুমারী গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, এবছর তার এসএসসি পরিক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে ।
এক বছর আগে তার এক বান্ধবীর মাধ্যমে পাশের বানিয়ারচর গ্রামের বিকাশ বৈরাগীর ছেলে সৌরভ বৈরাগী(২৪) এর সাথে পরিচয় হয়। সে ঢাকায় একটি সিগারেট কোম্পানীতে চাকুরী করে। পরে সৌরভ বৈরাগী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। প্রথমে সৌরভের প্রস্তাব অস্বীকার করলেও বান্ধবীর অনুরোধে তাতে সে রাজী হয়। একপর্যায়ে তারা ঘনিষ্ট হয়ে পড়ে। তাদের মধ্যে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। এতে সে ৫ মাসের অন্ত:স্বত্বা হয়ে পড়ে। এরপর মেয়েটি (ছাত্রী) বিয়ের জন্য চাপ দিলে সৌরভ বৈরাগী নানা টালবাহানা শুরু করে। সৌরভের স্ত্রী হিসেবে স্বীকৃতি চায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। অন্যথায় আত্মহত্যা করা ছাড়া তার কোন উপায় থাকবে না বলেও সে জানায়।