সুইস গেটের অভাবে টুঙ্গিপাড়ার ডুমুরিয়ায় ৩০০ থেকে ৪০০ বিঘা জমি রোপণে ব্যর্থ হচ্ছে কৃষকেরা।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ৫নং ডুমুরিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে তরিপুল্লার খালে সুইচ গেট না থাকায় ৩০০ থেকে ৪০০ বিঘা জমি রোপনে ব্যর্থ হচ্ছেন কৃষকেরা, জোয়ারের পানি বৃদ্ধির কারণে এই বিলের অধিকাংশ জমিতে ধান রোপন করা যাচ্ছে না ,কৃষকেরা যথাসময়ে ধান রোপনের ব্যর্থ হওয়ায় কৃষকের মনে আশঙ্কা সৃষ্টি হচ্ছে । প্রতিনিয়ত জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা সহজেই বিলের ভিতরে ঢুকে পড়ছে কোনো বাধা-বিপত্তি না থাকায় ক্রমান্বয়ে জোয়ারের পানি ধান রোপনের সমস্যা সৃষ্টি করছে । আর যেটুকু রোপন করা হয়েছে তা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এই বিলে ডুমুরিয়া, লেবুতলা, বাঁশবাড়িয়া পাকুড়তিয়ার খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার একমাত্র সম্বল উপার্জিত হয়। কৃষকের সোনার ফসল এভাবে ধ্বংসের মুখে পড়ায় তারা স্বস্তিতে নেই, এই বিলে যদি একটি সুইচ গেট এর ব্যবস্থা করা থাকতো তাহলে হয়তো বা আজ এই সমস্যার সম্মুখীন হতে হতো না । বেশ কয়েক বছর যাবৎ শোনা যাচ্ছে যে একটি সুইচ গেট তৈরি করা হবে কিন্তু এখনো কোনো তার ব্যবস্থা নেওয়া হয়নি, তাই কৃষকদের সরকারের নিকট আকুল আবেদন যত তাড়াতাড়ি সম্ভব কতৃপক্ষ যেন এই বিলের জন্য একটি সুইচ গেট তৈরি করার ব্যবস্থা করে। তাহলে হয়তো এখানকার কৃষকরা তাদের ফসল ফলাতে সমর্থ হবে।