মিরাজুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ জনাব ইমরান মিয়া, কিডনি জনিত রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। সবার কাছে অনুরোধ, আমার স্যারের জন্য একটু হলেও সাহায্য করবেন। ( 01736710365 বিকাশ নম্বার) স্যারের পরিচয়ঃ জন্মস্থানঃ বালিয়াকান্দি, রাজবাড়ী। এসএসসিঃ ফরিদপুর মুসলিম মিশন। এইচএসসিঃ ফরিদপুর মুসলিম মিশন। স্নাতকঃ সরকারি রাজেন্দ্র কলেজ(ইংরেজি ডিপার্টমেন্ট)। পরবর্তীতে কিছুদিন মুসলিম মিশনের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনটি শিশুকন্যা, মা, স্ত্রীসহ ৬ সদস্যের দারিদ্র্য পরিবারে স্যার একাই টিউশনি করে উপার্জন করতেন। লক ডাউনের জন্য সেটাও বন্ধ ছিলো। স্যারের কন্যাগুলি অনাহারে আছে। স্যার কে বাঁচাতে না পারলে কন্যা তিনটি এতিম হয়ে যাবে। দয়াকরে সবাই এগিয়ে আসুন।