“মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তোষ্টি লাভ” এই লক্ষ নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ শে সেপ্টেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন এর সুশীলন অডিটোরিয়াম হল রুমে জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওঃ আব্দুল মজিদ সাহেব।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ,নায়েবে আমীর অধ্যাপক ফজলুল হক, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাষ্টার রেজাউল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ,মাওলানা মহসিন আলম,ডাঃরুহুল আমিন, সহ ইউনিয়ন শাখার আমীর ও সেক্রেটারীগণ।
বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তারা বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ন গোত্র-জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর।