সাংবাদিক পুত্র মার্ক মৈনাক রাব্বি’র জন্মদিন আজ


আকাশ তুমি সরে যাও, আমি মাথা তুলে দাঁড়াবো— মার্ক মৈনাক রাব্বি।
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র যশোর জেলা সমন্বয়কারী, দৈনিক নাগরিক ভাবনা’র যশোর জেলা প্রতিনিধি ও দৈনিক খবরের ডাকঘর এর স্টাফ রিপোর্টার জেমস আব্দুর রহিম রানা’র ছোট সন্তান ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট‍্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী স্কুল ছাত্র মার্ক মৈনাক রাব্বি-এর জন্মদিন আজ।
২০০৭ সালের ৩১ আগষ্ট যশোরের মনিরামপুর উপজেলার খাকুনদি গ্রামের সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা ও রূহানী চার্চ বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সেলিনা খাতুন নয়মীর ঘর আলো করে পৃথিবীর মুখ দেখেছিল তাদের আদরের ছোট সন্তান মার্ক মৈনাক রাব্বি।
অসাধারণ মেধাবী ও বুদ্ধিমত্তার সাথে বেড়ে ওঠা সন্তান মার্ক মৈনাক রাব্বি যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর কাচারি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মেধাবী ছাত্র। সে ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক স্কুল সমাপনী পরীক্ষায় উক্ত বিদ‍্যালয় অংশগ্রহণ করে অদম্য মেধাবী হিসেবে জিপিএ-৫ ( গোল্ডেন এ প্লাস) পেয়ে উর্ত্তীর্ণ হয় এবং ট‍্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সে বর্তমানে ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ‍্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ‍্যায়নরত সর্ব কনিষ্ঠ এবং সর্বোচ্চ মেধাবী ছাত্র।
তার পিতা বাংলাদেশ বেতার খুলনার তালিকাভুক্ত কথক সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা বলেন, সে ছোটবেলা থেকেই অন‍্যদের চেয়ে একটু ভিন্ন মানসিকতার মানুষ। দরিদ্র মানুষকে দান করতে পারলে সে আনন্দিত হয়। নিজের পোষাক, খাতা কলম এমনকি বই পর্যন্ত দরিদ্র সহপাঠীদের দান করে দিয়ে আসে। সে এখন থেকেই স্বপ্ন দেখে নিজের প্রচেষ্টায় ভবিষ্যতে একটি অনাথ আশ্রম গড়ে তোলার। আজ তার ১২তম জন্মবার্ষিকীতে আমি তার সকল স্বপ্ন বাস্তবায়নসহ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আশীর্বাদ কামনা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *