সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠের বাজার স্থানান্তর
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ার সর্ব বৃহৎ কাচা বাজার পাটগাতি কাচা বাজারে আগতরা কেউ মানতো না সামাজিক দূরত্ব। শরীরে শরীরে ঠেলাঠেলি করে চলাচল ও পন্য ক্রয়-বিক্রয় করতেন ক্রেতা-বিক্রেতারা। ফলে জনগনের নিরাপত্তা সার্থে পাটগাতি কাচা বাজার বণিক সমিতি ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সমন্নিত উদ্যোগে পাটগাতি কাচা বাজার স্থানান্তর করা হয়।
লগডাউন এর শুরু থেকে দীর্ঘ তিন মাস স্থায়ী ছিল টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে বাজার । সকল সুযোগে সুবিধা সহ স্বাস্থবিধি মেনে চলছিলেন ক্রেতা বিক্রেতারা।
কিন্তু গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষন এর ফলে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ কাদায় ভরে ওঠায় চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী।
এ ছাড়া কলেজে এর নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটা সহ অনলাইনে ক্লাশ এবং অনলাইনে পরিক্ষার কথা চিন্তা করে বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় । এছাড়াও রয়েছে নানাবিধ সমস্যাও। যার পরি প্রেক্ষিতে কলেজ এর নিরাপত্তা নিশ্চিত করন এবং এলাকাবাসীকে দুর্ভোগ থেকে বাচানোর লক্ষে লগডাউন অব্যহত অবস্থায় আজ ১৩ জুন শনিবার পাটগাতি কাচা বাজার বণিক সমিতি ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এর অনুমতি অনুযায়ী বাজারকে পুনরায় পূর্বের স্থানে চালু করা হয়েছে।
নিরাপদ দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে ক্রয় বিক্রয় করার কথা বলেন উপজেলা প্রশাসন। উল্লেখ্য যে আইন অমান্যকারী দের কঠর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।