সাতক্ষীরা জেলার,কালিগঞ্জ উপজেলার,নলতা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড বাসিন্দা সমাজ সেবক শেখ মহিবুল্লাহ,এর ৩৫ তম জন্ম দিনে তিনি গরীব ও এতীম বাচ্ছাদের নিয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।গরীব দুঃখীদের প্রতি ভালোবাসার নমুনা এটা।তিনি সকল সময় নিজ উদ্যোগে বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকেন।তার জন্মদিনে তিনি বলেন আমি সকলের জন্য কাজ করতে চাই,মানুষের বিপদে সবার আগে ছুটে যেতে চাই এই আমার জীবনের প্রধান কাজ বলে আমি মনে করি।সৃষ্টির সেবা আর স্রষ্টার ইবাদত একজন আদম সন্তানের দায়িত্ব ও কর্তব্য।সেই দায়িত্ব ও কর্তব্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার অতীতে পরিকল্পনা ছিলো মানুষের সেবা করা বর্তমানে ও সেটা আছে এবং ভবিষ্যতে ও তাই থাকবে। অবশেষে জাতীর বিবেগ সাংবাদিক ও সর্বস্তরের জনগনের জন্য দোয়া ও কামনা করে।