সন্তানকে খুন করায় পিতা গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্তানকে খুন করায় ঘাতক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশফেরত সন্তানকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা সেই পিতা ইসহাক ঢালীকে গ্রেপ্তার করেছে পাগলা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পার্শ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। উপজেলার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর বড়ছেলে শারফুল ইসলাম ৭-৮ বছর লেবাননে থাকা অবস্থায় বাবার নামে প্রায় ৬০-৭০ লাক্ষ টাকা প্রেরণ করেন। কিন্তু সমুদয় টাকা পরিবারের সদস্যরা আত্মসাৎ করে। করোনার প্রাদুর্ভাবের পর শারফুল ইসলাম দেশে ফিরে বাবার কাছে প্রেরণ করা টাকার হিসাব চাইলে শুরু হয় মনোমালিন্যতা ও বিবাদ। এ নিয়ে মাঝে মধ্যেই শারফুলের সাথে বাবা, মা, ভাই বোনদের ঝগড়া হতো।

কয়েকদিন পূর্বে স্থানীয়ভাবে বিচার সালিশও হয়েছে। গত বুধবার সকালে আবারো এক পর্যায়ে শারফুলকে ঘরের ভেতর আটকে পিতা ইসহাক ঢালী, ছোট ভাই আশরাফুল ইসলাম শাবল ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মেঝেতে ফেলে রাখেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা এসে ঘরে প্রবেশ করতে চাইলেও তারা বাধা প্রদান করেন। তবে বাধা উপেক্ষা করে তারা মুমূর্ষু অবস্থায় শারফুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শারফুল মারা যান। পরে এ ঘটনায় নিহতের ছোট বোন শেফালী আক্তার বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, প্রধান অভিযুক্ত ইসহাক ঢালীকে গতকাল রাত ১টায় মাওনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার সাথে সে জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে স্বীকার করেন ঘাতক পিতা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *