শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দীন

 জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ এর বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মো: গিয়াস উদ্দীন। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন তার এ অর্জন প্ৰাথমিক শিক্ষা পরিবারের সকলের।

তিনি ২০১৬ সালের ২৭ মার্চ প্রাথমিক শিক্ষা পরিবারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে অত্যন্ত দক্ষতার সাথে প্রাথমিক শিক্ষার গুণগত মান্নোয়নে নিরলস সাধনা করে আসছেন। আস্থা অর্জন করেছেন এসএমসি, পিটিএ, শিক্ষার্থী, অভিভাবক শিক্ষকমন্ডলীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের।

আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে তারই গবেষণাধর্মী কর্ম প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বাংলা পঠনে সমস্যা ও উন্নয়ন কৌশল এবং নেছারাবাদ উপজেলার ঐতিহ্য গর্ব আটঘর কুড়িয়ানার টেকসই পর্যটন উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে। এছাড়া তিনি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় লিখেছেন বেসিক ইংলিশ গ্রামার বই যা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃস্টি করেছে।

তার সৃজনশীল কর্মের জন্য পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ইনোভেশন সোকেসিং থেকে স্বীকৃতি। উপজেলার আলকিরহাট ক্লাস্টারের একাধীক শিক্ষক জানান, গিয়াস উদ্দিন সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিভার জন্য শিক্ষক সমাজে সমাদৃত।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *