শেখ হাসিনার আমলে ভালো থাকেন দেশের কৃষকরা —-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

 আজ (বুধবার) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি হলরুমে বিনা মূল্যে কৃষি উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যোগদেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম (এমপি)এসময় তিনি বলেন শেখ হাসিনার শাসন আমলে ভালো থাকেন দেশের কৃষকরা। তারা তাদের পন্য দ্রব্যের যথাযথ ভাবে মূল্য পান। বিএনপি সরকারের আমলে কৃষককে সারের জন্য গুলি করে হত্যা করা হয়েছিলো। কিন্তু শেখ হাসিনা বিনামূল্যে সার,বীজ ও কিট নাশকসহ কৃষি কাজের যাবতীয় যন্ত্রপাতি প্রদান করে সব সময় তাদের পাশে থাকেন । কৃষি খাতে সহজ লোন ব্যবস্থা করেছেন যাতে তাদের চাষাবাদ সম্প্রসারণ করে দেশের উন্নয়নে সাক্ষর রাখতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাল আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান প্রমুখ। এ সময় উপজেলার -৯শত উপকার ভোগী কৃষকের মাঝে মোট -৪৫ হাজার কেজি উফশী আউশ ধানের বীজ, -১৮ টন ডিএপি সার, -৯ টন এমওপি সার প্রদান করা সহ শতকরা পঞ্চাশ ভাগ ভর্তুকিতে -৪টি কম্বাইন হারভেস্টার , -৩টি বেড প্লান্টার, -৩টি রিপার ও -৬টি পাওয়ার থ্রেসার মেশিন প্রদান করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *