রণিকা বসু (মাধুরী), স্টাফ রিপোর্টারঃ যে মানুষটি বাংলার সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদ, ন্যায়বিচার, রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করতে গিয়ে নিজে স্বপরিবারে বারংবার নির্যাতিত হয়েছেন। জেল খেটেছেন। জীবন সংকটের মুখে প্রিয় জন্মভূমি ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেখানে থেকেও সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য আন্তর্জাতিক জনমত সৃষ্টি করে চলেছেন সেই শিপন কুমার বসু তার কাজের স্বীকৃতি স্বরূপ বিরল সম্মাননা “ইউনাইটেড ইউরোপীয়ান নোবেল ফেডারেশন ফেডারেশনের শান্তিমন্ত্রী (Minister of Peace) সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ৩ জুলাই, ২০২০ তারিখে ইউনাইটেড ইউরোপীয়ান নোবেল ফেডারেশন এক বিবৃতিতে শিপন কুমার বসুকে এই স্বীকৃতি প্রদান করেন। তার এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় অভিনন্দন ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন বাবলু মন্ডল, ভাইস-প্রেসিডেন্ট, ওয়াল্ড হিন্দু স্ট্যাগল কমিটি, গবেষক কপিল ঘোষ, উন্নয়ন ও মানবাধিকার কর্মী নাহিদা ইয়াসমিন প্রমূখ।