এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের অটোপাশের খবর ‘ভিত্তিহীন’ ও ‘গুজব’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালযের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটোপাশ দিয়ে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ভিত্তিহীন ও গুজব।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অটোপাশ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় এখনো গ্রহণ করেনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৬ মার্চ থেকে স্কুল-কলেজ, মাদ্রাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে।