নন টেক ক্রাফট হাটাও, কারিগরি শিক্ষা বাঁচাও! স্লোগানে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভিন্ন দাবীতে শান্তিপূর্ন মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ দের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বে-আইনী ভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আঁধারে ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ১১ দিন ধরে শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ কর্মসূচির কোন দাবি বাস্তবায়ন না হওয়ায় ইনিস্টিউটের প্রশাসনিক ভবনে শিক্ষকদের তালাবদ্ধ করে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে আজ (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ কর্মসূচি করেন শিক্ষার্থীরা ।
সকালে ক্যাম্পাসের ভিতরে শিক্ষকদের তালাবদ্ধ করে প্রতিবাদ কর্মসূচি করেন। পরে এক পর্যায়ে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। পরে দুপুরের দিকে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ বিষয় শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি খাত পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনও জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।
ইনিস্টিউটের উপাধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান জানান, শিক্ষার্থীদের মূল দাবি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ক্রাফট ইনস্ট্রাক্টর সুমন তালুকদার কে
চাকরি থেকে বহিষ্কার করা। কিন্তু কাউকে বহিষ্কার করার ক্ষমতা তো আমাদের নেই আমরা উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।