শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় বরিশালের সাংবাদিক মাসুদ রানাসহ নিহত ৬

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশালের সাংবাদিক মাসুদ রানাসহ ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্য দৈনিক নবচেতনার বরিশাল প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের আলোর সম্পাদক মাসুদ রানা, বেলব্যান ফিজিওথেরাপীর থেরাপিস্ট রাব্বি, লিমা রয়েছেন।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজার কাছে গতিনিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।

পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান জানান, সাংবাদিক মাসুদ রানাসহ ৬জনের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে নিহতদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিহতদের মধ্য দৈনিক নবচেতনার বরিশাল প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের আলোর সম্পাদক মাসুদ রানা রয়েছেন। বরিশালের আমতলা পানির ট্যাংকি সংলগ্ন কাচ্চিখানার মালিক ছিলেন তিনি।

তার মৃত্যুতে বরিশালে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *