লেবাননের বিস্ফোরণে কেড়ে নেয় বাংলার এক দরিদ্র পরিবারের একমাত্র অবলম্বনকে
গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে এক অজানা বিস্ফোরণ ঘটে।এই বিস্ফোরণে ১০০ জন লোক নিহত হয়েছে এবং চার হাজারের মতো মানুষ আহত হয়েছে। তাছাড়া আরো অনেক লোক নিখোঁজ এবং মৃত্যুর হার বাড়ছে। এখন পর্যন্ত এই বিস্ফোরণের কারণ জানা যায়নি তবে তারা তদন্ত চালিয়েছে গুদাম ঘরের দিকে যেখানে ২৭৫০ মেট্রিকটন অ্যালুমুনিয়াম নিরেট জমা ছিল। লেবাননের এই ঘটনা কেড়ে নেয় বাংলার এক দরিদ্র পরিবারের একমাত্র অবলম্বনকে। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাগেশ্বরা গ্রামের তাজুল মিয়ার ছেলে মেহেদী হাসান রনি মারা যায়। তাজুল ইসলাম এর পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল রনি। গত মঙ্গলবার দিবাগত রাতে রনির মৃত্যুর খবর তার বন্ধু ফোন দিয়ে জানান। এরপর থেকে মায়ের কান্না আর থামছে না বাবা কোন কিছুই বলার অবস্থায় নেই অনেকটা বিচলিত হয়ে পড়েছে। তবুও তার বাবা সরকারের কাছে আবেদন করেন যাতে তার ছেলের লাশ তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা হয়।