র‌্যাব পরিচয়ে শরিফুল ইসলাম শাওনকে অপহরন

স্টাফ রিজপোর্টারঃ র‌্যাব পরিচয়ে শরিফুল ইসলাম শাওনকে অপহরন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইত্না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরসুচাইল গ্রামের মোঃ মতলেবুর রহমান ফকিরের ছেলে শরিফুল ইসলাম (শাওন) (৩৫) কে বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রাম পুলিশ মোঃ সোহেল খানকে ফোন দিয়ে ডেকে নিয়ে তার সহযোগিতায় র‌্যাব পরিচয়ে ৬ জন লক পিস্তলের সম্মুখীন করে নিজ বাসা থেকে অপহরণ করেছে। জানা জায়, র‌্যাব পরিচয় দানকারিরা আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে কাশিয়ানি উপজেলা, রাতইল ইউনিয়ন ঘোনাপাড়া বাজার এ অবস্থান করে, তাদেরকে বাজার এ ঘুরাঘুরি করতে দেখা গেছে। ঘোনাপাড়া বাজার নাইটগার্ড রুহুল আমিন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা নড়াইল জেলায় আসামি ধরতে এসেছি। খেয়া আলা সবুজ শেখ বলেন, আমার বাসা থেকে সর্বপ্রথম সাক্ষাতে ফোন কেড়ে নেয় তাদের নদী পার করে দেওয়ার জন্য এবং পার করে দেওয়ার পরে আমার মোবাইল ফোন ফেরত দেয়। গ্রাম পুলিশ মোঃ সোহেল খান বলেন, রাত ৯টার দিকে ঘোনাপাড়া বাজার থেকে আমি খেয়াঘাটে নৌকা পার করে চরসুচাইল নিয়ে আসি তাদের সাথে এক্টা মাইক্রোবাস ও ২ টি মোটরসাইকেল ছিলো, গাড়ি দুটি খেয়াঘাট এ পারকিং করে বাইক দুটি ঘোনাপাড়া খেয়াঘাট জামে মসজিদ এ রেখে যান, তাদের গাড়িতে কোন নেমপ্লেট ছিলো না, এ ব্যাপারে লোহাগাড়া থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image