সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী মৌলভীবাজারের মনো ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়ার পাশাপাশি টানা বৃষ্টি এবং ওজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পানি ৪ টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা পানি বাড়ায় জেলার নির্মান এলাকা প্লাবিত হয়েছে, এর কারনে জেলা প্রসাশনের পক্ষ হতে বন্যার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিতাস নদীর ৪ টি পয়েন্টের মধ্যে নবীনগর পয়েন্টে ৪৮ সে.মি সরাইলের আজবপুর পয়েন্টে ১৬ সে.মি গোকর্নঘাট পয়েন্টে ৬ সে.মি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কুরুলিয়া পয়েন্টে ১১ সে.মি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার বিষয়টি সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশক হায়াতদ্দৌলা বলেন তিতাস নদীর পানি বাড়ার কারণে সরাইল ও নাসিরনগর নির্মান এলাকা প্লাবিত হয়েছে কিন্তু বাড়ী ঘর পর্যন্ত পৌঁছাতে পারেনি। তিনি বলেন বন্যার প্রস্তুতি হিসেবে নগদ টাকা চাল ঢাল ও ত্রান সামগ্রী রয়েছে।

İstifadəçi rəyləri Pin Up casino seyrək göstərilən xidmətlərin keyfiyyətini təsdiqləyir. azərbaycan pinup Qeydiyyat zamanı valyutanı seçə bilərsiniz, bundan sonra onu dəyişdirmək mümkün xeyr. pin-up Bunun üçün rəsmi internet saytına iç olub qeydiyyatdan keçməlisiniz. pin up Además, es de muy alto impacto y de una sadeed inigualable. ola bilərsiniz