রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ক্যাম্পের ইনচার্জ সাইফুদ্দিন মোহাম্মদের (৮৮) দাফন সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল মুক্তিযোদ্ধা ক্যাম্পের ইনচার্জ মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন মোহাম্মাদ শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টায় রাতইল গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিঁনি দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাতইল মাদ্রাসায় রাষ্ট্রীয় মর্যদায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ৭১-এ মহান মুক্তিযুদ্ধে রাতইল গ্রামে সাইফুদ্দিন মোহাম্মদের বাড়িতে মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপন করা হয়। তখন সাইফুদ্দিন মোহাম্মদ রাতইল মুক্তিযোদ্ধা ক্যাম্পের ইনচার্জ ছিলেন। গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ফরিদপুর ও যশোর জেলার মুক্তিযোদ্ধারা এ ক্যাম্পে অবস্থান করে ভাটিয়াপাড়া, ফুকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেন। ওই সময় তিঁনি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিঁনি একবার রাতইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *