রাণীনগরে সাবেক এমপির পত্নীর ও পুলিশের মিথ্যা মামলাসহ হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নওগাঁর রাণীনগরে সাবেক এমপির পত্নী সুলতানা পারভীন বিউটি ও পুলিশের মিথ্যা মামলাসহ সকল হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার রাণীনগর-আত্রাই সড়কের কাশিপুর রাস্তার পাশে ভূক্তভোগী এলাকাবাসি এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সাদেকুল ইসলাম, ইউপি সদস্য খলিলুর রহমান, নিটু রহমান, মারিয়া আকতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক এমপি ইসরাফিল আলম ২০১৫ সালে অবৈধভাবে জোরপূর্বক কাশিমপুর রাজবাড়ি এলাকায় প্রায় ৪০ বিঘা জমি দঘল করে বিভিন্ন স্থাপনা তৈরী করেন। কিন্তু তার মৃত্যুও পর তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি এসব জমি ভোগ-দঘলে রেখেছে। বক্তারা আরও বলেন, বর্তমানে সুলতানা পারভীন বিউটি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই অবিলম্বে এসব জমি ফেরত ও মিথ্যা মামলাসহ সকল হয়রানি বন্ধ ও ওই জমিগুলোতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *