নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রহিদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রহিদুল ইসলাম উপজেলার বড়গাছা ইউপির ভাটকৈ গ্রামের বাহের আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রহিদুল ইসলামের বিরুদ্ধে গত ২০১৯ সালে রাণীনগর থানায় (গাঁজার) একটি মাদক মামলা হয়। ওই মামলায় চলতি বছরের ১ জুন বিজ্ঞ আদালত রহিদুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সাজার পর থেকে সে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল মুমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার সকালে গ্রেফতার রহিদুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।