রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর রাণীনগরে পুুকরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশু কণ্যা নুসরাতের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর বরাজপাড়া গ্রামে এ দুঘর্টনাটি ঘটে। নিহত শিশু নুসরাত হরিশপুর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে। নিহতের ছোট নানা এরশাদ হোসেন জানান, গত দুই দিন আগে নুসরাতের মা নুসরাতকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার আনুমানিক ১২ টার দিকে নুসরাতের মা টিউবওয়েলে সবজি (তরকারি) পরিষ্কার করছিলেন আর শিশু নুসরাত টিউবওয়েলের পাশে খেলা করছিলো।
এ সময় নুসরাতের মা সবজি পরিষ্কার করে তা ঘরে রাখতে যান। এসে দেখেন শিশু নুসরাত নেই। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের একটি পুকুরের পানিতে নুসরাতকে পাওয়া যায়। তৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু নুসরাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ