Header Border

ঢাকা, মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে
শিরোনাম:
নওগাঁর রাণীনগরে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ বরিশালকে উৎপাদনমুখী মেগা সিটি করার অঙ্গীকারে ইশতেহার ঘোষণা ইকবাল হোসেন তাপস নওগাঁর রাণীনগর বড়গাছা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা পটুয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প গোপালগঞ্জে এমপি’র স্বাক্ষর জাল করে সুবিধা নিতে গিয়ে আটক হলেন ২ প্রতারক বঙ্গবন্ধুর সমাধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের শ্রদ্ধা নড়াইলের জমিদার’র কালিদাস ট্যাংক’ পুকুরের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যে নওগাঁর রাণীনগরে গোনা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা পিরোজপুরে  বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন নড়াইলে ফেনসিডিল রাখার দায়ে সাবেক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

রাণীনগরে পাওনা ৪০০ টাকা ফেরত না দেওয়ায় যুবককে ছুরিকাঘাত

 নওগাঁর রাণীনগরে ধারের পাওনা ৪০০ টাকা ফেরত না দেওয়ায় মো: সুজন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর মাস্টারপাড়া গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে। আহত যুবক সুজন ভরানীপুর গ্রামের সাইদুরের ছেলে।

পাওনাদার একই গ্রামের যুবক নয়ন হোসেনের ছুরিকাঘাতে আহত সুজনকে স্থানীয় কয়েকজন উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলা হাসপাতালে নিয়ে আছেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন।

চিকিৎসক জানান, ছুরিকাঘাতের কারনে ওই যুবকের হাতে ও পিঠে দুইস্থানে গভীর ক্ষত হয়। ক্ষতর স্থানে ৪ থেকে ৫টি সেলাই দিতে হয়েছে। আহত যুবক মো: সুজন জানান, গত ৪ দিন আগের একই গ্রামের ওম্বর হোসেনের ছেলে নয়নের কাছ থেকে ৪০০ টাকা ধার হিসাবে নিই। আমার কাছে টাকা না থাকায় তাকে টাকাটা ফেরত দিতে পারিনি। রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে কৃষি কাজের সন্ধ্যানে বাজারের দিকে যাচ্ছিলাম। ভবানীপুর মাষ্টারপাড়া এলাকায় পৌঁছালে নয়নের সাথে দেখা হয়।

সেখানে নয়ন আমার কাছ থেকে ধারের ৪০০ টাকা ফেরত চাইলে আমি কয়েকদিন পর দিতে চাই। এ সময় নয়ন ক্ষিপ্ত হয়ে আমাকে টিপচাকু দিয়ে হাতে ও পিঠে ছুরিকাঘাত করে। এতে আমি গুরুত্বর আহত হই। এ বিষয়ে অভিযুক্ত পাওনাদার নয়ন হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত ভুক্তভোগী এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নওগাঁর রাণীনগরে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ
নওগাঁর রাণীনগর বড়গাছা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
পটুয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প
নড়াইলের জমিদার’র কালিদাস ট্যাংক’ পুকুরের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যে
নওগাঁর রাণীনগরে গোনা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
পিরোজপুরে  বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

আরও খবর