রাণীনগরে এইচএসসি পরীক্ষার ফলাফলের সেরা আবাদপুকুর মহাবিদ্যালয়

 নওগাঁর রাণীনগর উপজেলায় এবছর এইচএসসি পরীক্ষায় ফলাফলে সেরা হয়েছেন আবাদপুকুর মহাবিদ্যালয়। উপজেলার চারটি কলেজের মধ্যে গড় অনুপাতে সবচেয়ে বেশি ৯৭.৮৫ পার্সেন্ট পাশের হার পেয়েছেন আবাদপুকুর মহাবিদ্যালয়টি। রবিবার সারা দেশব্যাপী এইচএসসি-২০২১ এর পরীক্ষার ফলাফল প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উপজেলার চারটি কলেজ থেকে মোট ৭৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে পাশের হার রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজে ৮৮.৬৪ পার্সেন্ট, রাণীনগর মহিলা কলেজে ৯৭.৭৪ পার্সেন্ট, আবাদপুকুর কলেজে ৯২.৮৬ পার্সেন্ট ও আবাদপুকুর মহাবিদ্যালয় ৯৭.৮৫ পার্সেন্ট পেয়েছে। তবে মোট কতজন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ও ফেল করেছেন তার তথ্য এখনো সঠিক ভাবে জানা যায়নি। আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল জানান, এবছর এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজ থেকে ১৮৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে ১৮২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। আর ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেননি। এবার উপজেলার মধ্যে সবচেয়ে বেশি গড় অনুপাতে ৯৭.৮৫ পার্সেন্ট পাশের হার পেয়েছে আমাদের মহাবিদ্যালয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *