রাণীনগরে অসহায় দুস্থদের মাঝে শাড়ি-লুুঙ্গি বিতরণ করলেন এমপি আনোয়ার হোসেন হেলাল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগরে এমপির নিজ অর্থায়নে আড়াই হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এমপি আনোয়ার হোসেন হেলাল সোমবার সকালে তার নিজ গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার সদরের রাজাপুর গ্রামের ঈদগাহ মাঠে নিজ গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের অসহায় দুস্থ মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করেন। বিতরণকালে এমপি আনোয়ার হোসেন হেলাল সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতে কোন মানুষ যেন নতুন কাপড়ের অভাবে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। এসময় এলাকাবাসিকে সাধ্যনুযায়ী গরীব, অসহায় ও দু:স্থদের পাশে দ্বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, এমপি আনোয়ার হোসেন হেলালের বড় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী রাহিদ সরদার, ছোট পুত্র নওগাঁ জেলা ছাত্রলীগের সদস্য রাফি ইসলাম। এছাড়াও উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।