এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
যাত্রাপথে বেশিরভাগ যাত্রীই কোনো স্বাস্থ্যবিধিই মানছেন না।
জীবন-জীবিকার তাগিদে আজও গাদাগাদি করে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ফিরছে মানুষ। রবিবার ভোর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে। তবে যাত্রাপথে তাদের বেশির ভাগই কোনো স্বাস্থ্যবিধিই মানছেন না।
বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে যারা ঢাকায় ফিরছেন তাদের স্বাস্থ্যঝুঁকিটা বেশি। নদীতে প্রবল স্রোতের কারণে বেশীর ভাগ লঞ্চই পৌঁছে বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঈদের তিন দিনের ছুটির পর বাড়তি ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন এসব মানুষ।
রবিবার কাজে যোগ দিতে অফিস-আদালতগামী যাত্রীদের চাপ একটু বেশীই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। অতিরিক্ত যাত্রী নিয়ে ভোর থেকেই বেশির ভাগ লঞ্চ সদরঘাটে ভিড়ে। এরপর নামার জন্য শুরু হয় হুড়াহুড়ি। করোনা মহামারির এই সময়েও লঞ্চের ভেতর এবং নামার সময় যাত্রীদের মাঝে কোনো সচেতনতাই দেখা যায়নি। একদিকে অতিরিক্ত যাত্রী আর অন্যদিকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।