যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশিসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) রাত দেড়টার দিকে বাফেলো থেকে নিউ ইয়র্কে ফেরার সময় এ দুর্ঘটনাটি ঘটে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
নিহত হয়েছেন মোজাম্মেল হক রাসেল (২৭) হিমেল আকরাম জয় (২৫) এবং গাড়ির চালক (৮১)।
নিহত মোজাম্মেল হক রাসেল ও আকরাম জয় সহদোর ভাই। আহতদের মধ্যে আনিসুল হক আপেল নিহত ২ ভাইয়ের ছোটভাই। মোজাম্মেল হক রাসেল যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক।
পুলিশ সুত্রে জানা যায়, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফালোয় নায়াগ্রা জলপ্রপাত দেখেতে যান মোজাম্মেল ও তার দুইভাইসহ তাদের এক বন্ধু। সেখান থেকে নিউ ইয়র্ক ফেরার পথে রচেষ্টার শহরের কাছে পৌঁছালে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় শিকার হন তারা। আনুমানিক রাত দেড়টার দিকে ৮১ বছর বয়সী বৃদ্ধ চালক ভুল করে সড়কের উল্টোপথে ঢুকে পড়েন। হাসপাতালে নেয়ার আগেই দুই ভাই ও অন্য গাড়ির চালক সড়কেই মৃত্যুবরণ করেন। আহত আরও দু’জনকে গুরুতর অবস্থায় নিকটবর্তী ষ্ট্রং মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মোজাম্মেল হক রাসেলের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইলে।
রাসেলের দু’জন কন্যা সন্তান রয়েছে। একজন ৬ মাসের ও অপরজন ৬ বছরের।