করোনা কালিন সময় সামাজিক দূরাত্ব বজায় রাখতে বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। শর্ত ছিল যে একজন যাত্রী অতিরি ৬০% বেশি ভাড়া দিয়ে দুইটা সীট নিয়ে যাতায়াত করতে পারবেন৷ দীর্ঘ ৫ মাস পার হওয়ার পরে এখন চলাচল একটু স্বাভাবিক হলে যাত্রীদের দুই সিটে দুই জন যাত্রী ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করছেন ৷ অর্থাৎ দুই সীটে এক জনের পরিবর্তে পূর্বের ন্যায় দুই সীটে দুই জন বসিয়ে সামাজিক দূরাত্ব বজায় না রেখেই চলছে যশোরে পরিবহণ গুলো। কিন্তু ভাড়া ঠিকই ৬০% বেশি নিচ্ছেন। এর প্রতিবাদে খুলনা বিভাগের অন্যতম সামাজিক সংগঠন এফএসডিওর উদ্যোগে আজ যশোর প্রেস ক্লাবের সামনে শতাধিক সদস্য নিয়ে সংগঠনটি ৬০% বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন এফএসডিও এর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস,বিধবা ফাউন্ডেশনের সভাপতি ফাবিহা বুশরা,হিউম্যান রাইটস এর সাংগঠনিক সম্পাদক দেব রায়, মণিরামপুর উপজেলা শাখার সভাপতি,তৌহিদ ইসলাম , ফুড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক কাজী আরিফ,কচুয়া শাখার সভাপতি,নয়ন হোসেন,ভোজগাতি ইউপি শাখার সভাপতি বোরহান উদ্দিন,রামনগর ইউপি শাখার সভাপতি মারুফ হাসান ,সভাপতি শুকতারা, ভলেন্টিয়ার পরিচালক সনি ,এছাড়া মুক্তা,মিজান,রাজ,অভি সহ সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন এফএসডিও ফুড ব্যাংক যশোর এর সাবেক সভাপতি তৌহিদুর রহমান বলেন বর্তমানে গনপরিবহন গুলিতে নিয়মনীতির কোন বালায় নাই। বরং তারা তাদের ইচ্ছামত সরকারী নিয়য়ভঙ্গ করে এক সিটে দুইজন বসিয়ে ও ৬০% ভাড়া বেশি নিচ্ছেন। এমন কি যাত্রীদের দাঁড়িয়ে ও যেতে দেখা যাচ্ছে ৷ কোন যাত্রী প্রতিবাদ করলে তাকে বলা হচ্ছে ভাল না লাগলে নেমে যান , যাত্রীরা বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যাতাযাত করছেন৷ তিনি চলমান এই গণপরিবহনের অনিয়মের বিষয়টা প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করেছেন ৷