যশোরের শার্শা হতে ১০১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, র্যাব-৬খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন পানবুড়ী সাকিনস্থ সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপরে কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য ত্রূয়-বিত্রূয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এরুপ প্রাপ্ত তথ্যোর ভিত্তিতে আভিযানিক দলটি গত ১৪ আগস্ট ২০২০ খ্রিঃ রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১। মোঃ নাজিমুর রহমান (তুষার) (৪০), পিতা- মৃত ফজলার রহমান, ২। মোঃ হাবিবুর রহমান (সুমন) (৪২), পিতা-মোঃ নজরুল ইসলাম উভয় সাং-বেজপাড়া, থানা- কোতয়ালী, জেলা-যশোরদ্বয়কে ১০১ বোতল ফেন্সিডিল-সহ হাতে নাতে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আমামীদ্বয়কে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।