ময়মনসিংহ করোনার উপসর্গে আরও চারজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনার দুজন করে বাসিন্দা রয়েছেন। এ নিয়ে চলতি মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯১ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর মাসের হিসাবে গড়ে প্রতিদিন প্রায় চারজনের মৃত্যু হচ্ছে এখানে। এর আগে করোনা ও উপসর্গে জুলাই মাসে ৪ শ ৮২ ও আগস্টে ৪শ ১৯ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার সুজলা (৩০), নেত্রকোনা সদরের ইমরান হোসেন (৫০) ও পূর্বধলা উপজেলার নজরুল ইসলাম (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা ইউনিটের মুখপাত্র মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩০ জন ভর্তিসহ শুক্রবার সকাল পর্যন্ত ১ শ ২৬ রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন। এ ছাড়া বৃহস্পতিবারে সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ১ শ ৫৪ জন ওয়ান–স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন। সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৮ শতাংশ।