ময়মনসিংহে মিশুক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই গ্রেফতার ২

ময়মনসিংহের নান্দাইলে মিশুক চালককে হত্যা করে মিশুক গাড়ি ছিনিয়ে নেয়া ঘটনার দুই মাস পর ডিবি পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে সোমবার রাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নাজমুল হাসান ডিপজল (২৫) ও মোশারফ হোসেন (৩৮)। অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি জানিয়েছেন, যাত্রী বেশে অজ্ঞাত কয়েকজন গাড়ি ছিনতাই চক্রের সদস্য গত ১৮ জানুয়ারী রাতে নান্দাইল উপজেলা সদর থেকে মিশুক গাড়ি ভাড়া নিয়ে ঘুরতে থাকে। এক পর্যায়ে চরশ্রীরামপুরে নির্জন এলাকায় গিয়ে চালক মন্নাফ আলী ওরফে মনিরকে(৫৫) শ্বাসরুদ্ধ করে হত্যার পর সড়কের পাশে লাশ ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায়। পরদিন স্থানীয় লোকজন সড়কের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিচয় বিহীন লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে মর্গে পাঠায়। এ ঘটনায় নান্দইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা তদন্তসহ দ্রুততম সময়ে রহস্য উদঘাটনে পুরিশ সুপার আহমার উজ্জামান ডিবিকে দায়িত্ব দেন। ডিবির একটি টিম দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার রহস্য উদঘাটন এবং অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত নাজমুল হাসান ডিপজল ও ত্রিশালের বালিপাড়া থেকে মোশারফ হোসেনকে গ্রেফতার করে। এব‍্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, এ হত্যাকান্ডে মোট ৫ জন জড়িত রয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ি ত্রিশাল উপজেলায়। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বিকার করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *