ময়মনসিংহে জুয়া খেলার সময় ১৪ জন আটক
ময়মনসিংহে জুয়া খেলার সময় চৌদ্দজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ১৪ জনকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, মো. নূরুল আমিন (৪৫), মো. খোরশেদ আলম (৩৩), মোঃ হযরত আলী (২৮), আ. আজিজ (৬০), মো. মাহাবুল ইসলাম (২০), আবুল হোসেন (৪১), মো. সাইদুল ইসলাম (৩৬), আ. বারেক ওরফে সেলিম (৬০), মোতালেব (৪২), আ. আলিম (২৭), মো. খোকা মিয়া (৬০), মো. আজিজুল হক (৩২), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. রুবেল মিয়া (৩৫)। আজ বুধবার বিকালে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।