মোল্লাহাট যুবলীগ নেতা রেজাউল’র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৪নং কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শেখ রেজাউল করিম’র ওপর বিএনপি, যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীদের বর্বোরচিত হামলা ও মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মোল্লাহাট উপজেলার নাশুখালী বাজারে রোববার সকাল ১১ টায় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে/আয়োজনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন কুলিয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি বি,এম সাখাওয়াত হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ ফুরকান মাহামুদ, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকলাছ শেখ, আ.লীগ নেতা শেখ দেলোয়ার হোসেন, বাচ্চু শেখ, হেদায়েত জোমাদ্দার, সিরাজ হাওলাদার, ইব্রাহিম শেখ, শ্রমিকলীগ নেতা এস এম মুরাদ হোসেন, আরিফ শেখ প্রমূখ। বক্তারা এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের এ সকল সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক সাস্তি পায় তার যথাযথ ব্যবস্থা কামনা করেন ।