মোল্লাহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কেআর কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চার দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আটজুড়ী ইউনিয়ন দল’কে ১-০ গোলে হারিয়ে চুড়ান্ত ম্যাচে অংশ নেয় উদয়পুর ইউনিয়ন দল। এরপর ২য় ম্যাচে ২-১ গোলের ব্যবধানে কোদালিয়া ইউনিয়ন দল’কে হারিয়ে গাওলা ইউনিয়ন দল চুড়ান্ত ম্যাচে অংশ নেয়।
বিকাল ৪টায় অনুষ্ঠিত চুড়ান্ত ম্যাচে উভয় দল কোন গোল করতে না পারায় ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। উক্ত ট্রাইবেকারে ৩-০ গোলের ব্যবধানে গাওলা ইউনিয়ন দল’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উদয়পুর ইউনিয়ন দল। এতে উদয়পুর ইউনিয়ন দলের ক্যাপ্টেন মানিক সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চ্যাম্পিয়ন দল’কে একটি এফজেড এক্স ও রানার্স আপ দল’কে একটি এফজেড এস মটরসাইকেল পুরস্কার প্রদান করা হয়।
কানায় কানায় পূর্ণ কেআর কলেজ মাঠের উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি, সম্মানিত অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপির সহধর্মিণী শিক্ষানুরাগী রূপা চৌধুরী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন শেখ সারহান নাসের তন্ময় এমপি।
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোঃ রিজাউল ইসলাম, পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ ও শেখ হেলাল উদ্দীন এমপির একান্ত সহকারী আওয়ামীলীগ নেতা মোঃ ওয়ালিদ হোসেন ও ফিরোজুল ইসলাম, বাগেরহাট পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা এস, এম অলিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, যুবলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম সঞ্চয়, ফজলে এলাহি লেবীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, আওয়ামীলীগ নেতা প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।