মোল্লাহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
‘মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে, শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে’ এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২২ পালনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ক্রেইন প্রকল্পের সহযোগিতায় সোমবার সকালে এ রেলি ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতে এক রেলি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শুরুর স্থল স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিরে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোসাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বভুতি, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আজিজুর রহমান শেখ, জেজেএস এনজিওর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা প্রমূখ।