মোল্লাহাটে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

 বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ বিষয়ক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও শেখ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম, মিজানুর রহমান ও সমবায় কর্মকর্তা এবিএম মোর্শেক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউ ডি এফ) নুরজাহান খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার ও তথ্য আপা যুথিকা বিশ্বাস প্রমূখ। দেশের অর্থনীতিকে সচল রাখতে অন্যতম প্রভাবক খুচরা ও পাইকারি ব্যবসা।

এ খাতের বার্ষিক মূল্যসংযোজন ৩ লাখ ২৯ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। দেড় দশক আগেও পুরুষেরই একচ্ছত্র আধিপত্য ছিল এ ব্যবসায়। নারীদের অংশগ্রহণ ছিল দেড় শতাংশেরও নিচে। তবে এ পরিসংখ্যান পাল্টেছে। খুচরা ও পাইকারি ব্যবসায় এখন নারীদের অংশগ্রহণ ৮ শতাংশে পৌঁছেছে। এক দশকের ব্যবধানে নারী উদ্যোক্তা বেড়েছে দ্বিগুণেরও বেশি। এর মাধ্যমে নারীদের স্বাবলম্বিতা যেমন বাড়ছে তেমনি নারীর ক্ষমতায়ন এগিয়ে যাচ্ছে। তবে নারীরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এখনো বেশ প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন।

দেশের নারী উদ্যোক্তাদের অধিকাংশই ক্ষুদ্র। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা বলেন, আপনারা ঘরে বসে থাকবেন না, এ প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছেন, তা কাজে লাগাবেন, এতে প্রয়োজনে সহযোগিতা করা হবে। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যেমন আপনাদের জীবন মান ও অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন, তেমন প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবেন। আর যদি কাজ না করেন তাহলে নিজের/ পারিবারিক / সামাজিক কোনো ক্ষেত্রেই সফল হতে পারবেন না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *