মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত

মোল্লাহাটে মাদ্রাসাঘাট  এলাকায়  ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তামিম হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন।  শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত  তামিম হোসেন গোপালগঞ্জ  জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারকুল গ্রামের কুরবান আলীর ছেলে। নিহত তামিম হোসেন  স্থানীয় একটি ফার্ণিচারের দোকানে কাঠ মিস্ত্রীর কাজ করতেন।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান,

তামিম হোসেনসহ  তিন বন্ধু মিলে  সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মোটর সাইকেল যোগে ফকিরহাট থেকে টুঙ্গিপাড়ার বাড়ির দিকে ফিরছিলেন। এমন  সময় বিপরীত দিক ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে  ছেড়ে আসা ট্রাক নং খুলনা মেট্রো ট-১১-১৮৫৬ অতিক্রমকালে মোটর সাইকেল আরোহী তামিম হোসেন নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পেছনের অংশে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে  ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। মোটর সাইকেলে থাকা অপর দুই আরোহী সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত তামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে এনেছে । মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে  আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *