মোল্লাহাটে ঘুমন্ত নয়ন মুন্সিকে ডেকে নিয়ে চোর অপবাদে অত্যাচার ও কুপিয়ে যখম

বাগেরহাটের মোল্লাহাটে তফু শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে, নয়ন মুন্সি (১৩) নামের ঘুমন্ত এক শিশুকে ডেকে নিয়ে চোর অপবাদ দিয়ে এলোপাথাড়ী ভাবে মারধর ও কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬ টায় উপজেলার দারিয়ালা গ্রামে এ ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। নির্মম নির্যাতনের এ ঘটনায় আহত শিশুকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নয়ন মুন্সি দারিয়ালা গ্রামের সেলিম মুন্সির ছেলে। ভিকটিমের মা রেনিসা জানান, তাদের প্রতিবেশী দারিয়ালা গ্রামের রুহুল শিকদারের ছেলে তফু শিকদার মেহেদী নামে অপর এক শিশুর মাধ্যমে শুক্রবার ভোর ৬টার দিকে ঘুমন্ত নয়ন’কে ডেকে নেয়।

এরপর তাকে মাছ ধরার জাল চুরির অপবাদ দিয়ে এলাপাথাড়ী মারধর করে। অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে তাকে কুপিয়ে যখম করে। এ ঘটনার বিচার দাবী করে ভিকটিমের মা আরও বলেন, তার ছেলে কিছুটা সুস্থ্য হলে থানায় অভিযোগ করবেন। এ বিষয়ে সাক্ষাৎকারের জন্য সরেজমিনে গেলে তফু শিকদারকে বাড়ি না পাওয়ায় তার স্ত্রী বলেন, চোরের সাথী কেউ হয়না, আপনারাও না, জাল চুরি করছে তাই মারছে আর কাচি দিয়ে বাড়ৈছে ও ঘাড়ৈছে (আঘাত করছে)। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাশের বাড়ির মেহেদীর কাছে শুনেছেন যে, তাদের জাল নয়ন চুরি করছে, যার দাম প্রায় দেড়শত টাকা। মেহেদীর মা জানান, তার ছেলেকে দিয়ে নয়নকে ডেকে এনে কোন কথা না শুনেই তাকে মারধর শুরু করে। নয়ন তার কথা শুনাতে চেয়েছিলো, কিন্তু তফু তা না শুনে মারধর করাসহ বারবার কাচি দিয়ে আঘাত (যখম) করছিলো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *