মোল্লাহাটে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্ধোধন

মোল্লাহাটে আধূনিক ও উন্নত সেবার প্রত্যয়ে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার প্রাণ কেন্দ্র ইদ্রিস আলী সুপার মার্কেটের ২য় তলায় এ শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা ব্রাঞ্চ প্রধান মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইদ্রিস আলী সুপার মার্কেটের সত্বাধিকারী মোঃ হারুন আল রশিদ, ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। ব্যাংকের মোল্লাহাট শাখা ব্যাবস্থাপক মাসরুর উর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপিস্থত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের জ্যেষ্ঠ সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সাংবাদিক মোঃ সফিকুল ইসলাম ইরান, সমাজ সেবক মানি শিকদার, ব্যাংকের সহকারী কর্মকর্তা মোঃ শামিম আহমেদ শাকিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গণ্যমান্য ও সুধী বৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *