মোল্লাহাটে এএসএসএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

 বাগেরহাটের মোল্লাহাটে উৎসব মুখর পরিবেশে এ এস এস এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ জন পুরুষ সদস্য পদে ৮ জন এবং ১জন মহিলা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেণ। নির্বাচনে মোট ২৭০ জন অভিভাবক সদস্যদের মধ্যে ২৬৩ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে সদস্য নির্বাচিতরা হলেন, মো. মাসুম চৌধুরী (ফুটবল প্রতীক) ১৭০ ভোট পেয়ে প্রথম । মো. আমিনুর চৌধুরী ( আনারস প্রতীক) ১৫৯ ভোট পেয়ে দ্বিতীয়। মো. রহমান খাঁন (তালা প্রতীক) ১৫৭ ভোট পেয়ে তৃতীয় ও মো. তৌহিদ চৌধুরী (জগ প্রতীক ) ১৫৬ ভোটে পেয়ে চতুর্থ হয়েছেন। পরাজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন ডালিম চৌধুরী (দোয়াত কলম ) ৮০ ভোট, মো. ফিরোজ মোল্লা (মাছ প্রতীক) ৭৬ ভোট, মিন্টু শেখ (আম প্রতীক) ৭২ ভোট, এবং দাউদ চৌধুরী ( মোরগ প্রতীক) ৭০ ভোট। এছাড়া মহিলা সদস্য পদে মোসাঃ পারভীন বেগম (সেলাই মেশিন প্রতীক) ১৫৬ পেয়ে সদস্য নির্বাচিত রয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি শান্তা বেগম ( কলস প্রতীক) ৯৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান নির্বাচনের এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *