মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ ইং উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ব্যাপ্টিষ্ট এইড (বিবিসিএফ)’র স্বতস্ফুর্ত অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১১টায় এ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক র‌্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরের জাতির পিতার প্রতিকৃতির পাদদেশে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুব ইন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *