মোল্লাহাটের ভান্ডারখোলায় নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে আটজুড়ী ইউনিয়নের ভান্ডারখোলা ভোট কেন্দ্র এলাকায় নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় ভান্ডারখোলা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার/আওয়ামীলীগের এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহীনুল আলম ছানা বলেন, আওয়ামীলীগ / জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে, এখন দেশের মানুষ ভালো আছে, তাই দেশবাসী আবারো নৌকায় ভোট দিবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।
আপনাদের কাজ হবে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা। তিনি আরো বলেন, জামায়াত-বিএনপি বিদেশিদের উপর ভরসা করেছিল, দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা এগিয়ে চলছেন উন্নয়নের দিকে।
সুশৃঙ্খল নির্বাচনে আওয়ামীলীগের বিজয় হবেই ইনশাআল্লাহ।আটজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল বাশার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ মনিরুজ্জামান,
সদস্য সচিব আবদুস সবুর মোল্ল, উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এম মফিজুর রহমান, মোঃ আয়ুব আলী মোল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম পলাশ, আওয়ামীলীগ নেতা মোঃ নাসির মিয়া, শ্রমিকলীগ নেতা মোঃ মনিরুজ্জামান মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ মান্নু মিয়া, ওলিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি টিকলু মোল্লা প্রমূখ।