মোল্লাহটে আঠারোবাকি নদীর বালি উত্তোলন বিরোধী মোবাইল কোর্টে ২জনের অর্থদন্ড

মোল্লাহটে আঠারোবাকি নদীর বালি উত্তোলন বিরোধী মোবাইল কোর্টে ২জনের অর্থদন্ড

বাগেরহাটের মোল্লাহাটে আঠারোবাকী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক নান্নু শেখ ও আকিজ বিড়ি কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে বিশ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক অনিন্দ্য মন্ডল এ অর্থদন্ড দেন। ড্রেজার মালিক নান্নু শেখ নগরকান্দি গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমান আদালতের বিচারক অনিন্দ্য মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংনী ইউনিয়নের চরকান্দি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চালিয়ে আঠারোবেকী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা ড্রেজার মেশিন ও ড্রেজার মালিক নান্নু শেখকে আটক করা হয়। তাঁর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাদের এলাকায় আকিজ বিড়ি ফ্যাক্টরীর নতুন একটি কারখানা হচ্ছে সেখানে বালু ভরাট করছি। এসময় আকিজ বিড়ি কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে ঘটনা স্থলে হাজির করা হয় এবং তিনি শিকার করেন তাদের প্রতিষ্ঠানে অবৈধভাবে বালু ভরাটের কথা। এজন্য ড্রেজার মালিক নান্নু শেখ ও আকিজ বিড়ি কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন যারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *